অংকুর’১৫ ( বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় এস,এস,সি ব্যাচ ১৫) এর পুনর্মিলনী ও ইফতার মাহফিল গতকাল স্কুলরুমে সম্পন্ন হয়েছে।
মোহাম্মদ শফিকের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। এর পর একে একে সবাই ২ মিনিট করে মনের অনুভূতি প্রকাশ করে। পরে অংকুর’১৫ এর ১ বছরের জন্য কার্যকারী পরিষদের (২০১৮-২০১৯)কমিটি ঘোষণা করা হয়। গঠিত নতুন কমিটিতে মোরশেদুল আলমকে সভাপতি, ইয়ার মুহাম্মদ সুমন সহ-সভাপতি, মহিউদ্দিন মাহিকে সাধারণ সম্পাদক, কামরানুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, সঞ্জয় তালুকদারকে সমাজ কল্যাণ ও অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। পুরা অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন রিয়াজুল হক রিফাত।
প্রেস বিজ্ঞপ্তি