মহিউদ্দীন চৌধুরীর মুজিব কোটে সম্মানিত হলেন আবদুল্লাহ কবির লিটন

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র, চট্টলবীর খ্যাত মহিউদ্দীন চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবদুল্লাহ কবির লিটন। সাক্ষাতের এক পর্যায়ে চট্টলবীর মহিউদ্দীন চৌধুরী তাঁর পরিধেয় মুজিব কোট পরম মমতায় আবদুল্লাহ কবির লিটনের গায়ে নিজ হাতে পরিয়ে দেন। চট্টগ্রাম মহানগর ও দক্ষিণজেলার আওয়ামীলীগ এবং ছাত্রলীগের বেশ কিছু নেতাও এতে উপস্থিত ছিলেন। এতে চলমান রাজনীতির বিভিন্ন দিক, বঙ্গবন্ধুর আদর্শসহ বিভিন্ন গঠনমূলক আলোচনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বিনিময় হয়েছে। সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী নিজ হাতে মুজিব কোট পরিয়ে দেয়ার মতো ভালোবাসার নিদর্শনকে জনাব লিটন তাঁর জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে তাঁর ফেসবুক পোস্টে লিখেন- “আজ আমি আমার জীবনের সেরা উপহার ভালোবাসা আর সম্মান পেলাম । বিধাতা কে কৃতজ্ঞতা । চট্টলবীর নিজ হাতে ওনার গায়ে পড়া মুজিব কোট টি খুলে পরম আদরে আমায় পড়িয়ে দিলেন ।”

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *