বাঁশখালী টাইমস: বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ পশ্চিম সাধনপুর নিবাসী মাস্টার ওমর চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন জন ও সংগঠন শোক বিবৃতি দিয়েছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করেছেন বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতি, বাঁশখালী সমিতি চট্টগ্রাম, বাঁশখালী টাইমস, নক্ষত্র চট্টগ্রাম, বাঁশখালী সাহিত্য পরিষদ এর নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলার চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী শিক্ষক সমিতির বর্তমান সভাপতি শেখ বদল মুন্সী জামে মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হাসান, জিরি মাদ্রাসার মোহাদ্দেস মৌলানা শাহদাত হোসাইন প্রমুখ।