বৈলছড়ী শীর্ষসংবাদ সাহিত্য ও সংস্কৃতি November 24, 2017 মিশকাত উদ্দিনের ছড়া- স্বার্থ Posted By: Administrator 0 Comment স্বার্থ মিশকাত উদ্দিন একই মায়ের সন্তান নাকি তুমি, আমি, আমরা, স্বার্থে আঘাত লাগতেই বলি তুলে নেবো চামড়া! স্বার্থের লাগি আপন করি স্বার্থের লাগি পর, স্বার্থের লাগি জোড়া বাঁধি স্বার্থে ভাঙ্গি ঘর।