
ফাবিআইয়ি আলায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান
  মুরশিদুল আলম চৌধুরী
আমাকে ওই গল্পটা শোনাও-
  পৌষের ঝাপসা উঠানে
 শিশিরের শব্দ আর অনিতা কাকীর ডাক-
 ‘এ-ই মোয়া, এ-ই মোয়া’।
 ভেজা ঠোঁট ও ঘাসের ডগায়
 লটকে থাকা কুয়াশাচ্ছন্ন কিছু সংশয়;
 বারান্দায় ঠিকরে আসা
 এক পেয়ালা রোদ অথবা খৈ;
 গুটিসুটি দাদির উত্তপ্ত কলিকায়
 শিশুদের কান্নার পোড়াগন্ধ;
 গেরো খুলে দেওয়া ধানের আঁটি থেকে
 মায়ের নিঃশ্বাসের ভুরভুরে সুবাস।
 নতুন চাল কিংবা শব্দের গল্প-
 কয়লায় পোড়া ভাঁপাপিঠার বুকের মতো
 ইসমাইল জেঠার সটান বুকে
 উতলে ওঠা দরকারি কিছু শব্দ-
 ‘ফাবিআইয়ি আলায়ি রাব্বিকুমা তুকাজ্জিবান’।
কবি, গীতিকার ও সাংবাদিক
