স্বাধীন বাংলাদেশ
 মুহাম্মদ তাফহীমুল ইসলাম
হঠাৎ করে যুদ্ধ লাগে পাক বাহিনীর সাথে
 মুক্তিকামী আমজনতা রাস্তায় নামে রাতে।
 পাক হানাদার বোনের আব্রু চাইলে নিতে কেড়ে
 রুখে দিতে আপন ভাইটি দ্রুত আসে তেড়ে।
বাড়ির সামনে গাছে বেঁধে ভাইকে করে গুলি
 বোনের উপর হামলে পড়ে মায়ের কথা ভুলি।
 এমন ভাবে যুদ্ধ চলে মারা পড়ে কতো
 নদীর মাঝে ভাসতে থাকে লাশ বাঙ্গালীর শত।
নয়টি মাসে যুদ্ধ চলে মুক্ত করতে দেশ
 পরিশেষে জন্মে একটি স্বাধীন বাংলাদেশ।

