মৌলভীবাজার পলিটেকনিকের অধ্যক্ষ নিযুক্ত হলেন বাঁশখালীর সন্তান জহিরুল ইসলাম

blank

বাঁশখালী টাইমস: সিলেটের মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

তিনি বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী অর্জন করেন।

তিনি রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশন বিষয়ের ইন্সট্রাক্টর হিসেবে কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে কর্মজীবন শুরু করেন। গত ৪ বছর ধরে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে চীফ ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ একই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার গৌরব অর্জন করেন।

ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল শিক্ষক মরহুম মাওলানা বজল আহমদ আনসারীর ছেলে, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. সওগাত উল ফেরদাউসের ভগ্নিপতি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *