রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরষ্কারে ভূষিত বাঁশখালীর মোস্তাফিজুর রহমান সিআইপি

অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বাঁশখালীর আলহাজ মুস্তাফিজুর রহমান সিআইপি “রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরষ্কার- ২০১৬” এ ভূষিত হয়েছেন।

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এ পুরস্কার। ২০১৬ সালের জন্য মোট ১৩টি পুরস্কার দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্টানটি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে গাজীপুরের শ্রীপুরস্থ চিটাগাং ডেনিম মিলস লিমিটেড দ্বিতীয় স্থানে এই পুরস্কার পেয়েছে।

এ সময় রাষ্ট্রপতি বিনিয়োগ বাড়াতে নতুন খাত খুঁজে বের করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। দেশে শিল্পবান্ধব পরিবেশের নিশ্চয়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সূত্র: মুরসি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *