রিকশাচালকদের মাঝে মিত্র বাংলাদেশের রেইনকোট বিতরণ

blank

চট্টগ্রাম মহানগরে রিকশাচালকদের মাঝে বিনামূল্যে রেইনকোট বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মিত্র বাংলাদেশ’। গতকাল ২০ জুলাই ২০২২ ইং বিকাল ৫ টায় নগরীর কাতলগঞ্জে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মিত্র বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, ডা. আসিফুল হক, দিদারুল ইসলাম, ওমর ফারুক, কাজী সাঈদ, মোহাম্মদ ইমতিয়াজ, আব্বাস বিন ইদ্রিস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘মিত্র বাংলাদেশ দুস্থ মানুষের পাশে থাকার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সে ধারাবাহিকতায় বৃষ্টিবাদলার দিনে রিকশাচালকরা যাতে নির্বিঘ্নে জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যেতে পারে আমরা আজ বিনামূল্যে রেইনকোট বিতরণ করছি।’

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *