মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।