নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী উপজেলার সাধানপুর ইউনিয়নের পোড়াবাড়ী (১১ হত্যা সংলগ্ন) বিছিন্না পাড়া এলাকায় বুধবার (২০ জুন) বিকাল সাড়ে ৪.৩০ মিনিটের সময় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধ মহিলা মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়াডের বিছিন্ন পাড়া গ্রামীণ সড়কে কক্সবাজার জেলার পেকুয়াগামী সিএনজি অটোরিক্সার ধাক্কায় বিছিন্না পাড়ার নাজু মিয়ার স্ত্রী হোছনে আরা বেগম (৫০)কে গুরুতর আহত অবস্থায় গুনাগরী বাজারস্থ বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা সিএনজি অটোরিক্সাটি আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যায়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) সালাহউদ্দীন হীরা বলেন, সাধনপুর পোড়াবাড়ী এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ মহিলা নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।