সুন্দরী প্রতিযোগিতায় শরীর বৃত্তান্ত!

রহিম সৈকত: সম্মানিত নারী (মায়ের) জাতি!
আপনাকে বলছি! সুন্দরি প্রতিযোগিতা
যেখানে যাওয়ার জন্য আপনাকে তাদের যা যা জানাতে হবে!

blank

আপনার,
১.waist(মাজা/কটিদেশ)’র সাইজ কত?
২.Hip (নিতম্ব/পাছা)’র সাইজ কত?
৩.breast (স্তন)’র সাইজ কত?
বাকি গুলো ছবি দেখে জেনে নিয়েন!

বলুন বোন,?
এসব জানানোর পর আপনার কাছে আর কি রইল? এসব এরা দেখে তারপর বাকি বিশ্বকে দেখানোর ব্যবস্থা করে দিবে, এভাবে আপনাকে সম্মানিত করা হচ্ছে বোন! শুধু কি তাই? ছেলেদের আন্ডারওয়ার, শেভিং ক্রিম, পারফিউম এ তোমার কাজ কি?
হ্যাঁ সেখানেও তোমাকে সম্মানিত করছে!
কিভাবে?
তোমাকে কামাতুরা, নির্লজ্জ্ব, লাস্যময়ী হিসেবে উপস্থাপন করা হচ্ছে! তুমি শুধুমাত্র পারফিউমের গন্ধে বিবাহিত হয়েও পর পুরুষের ফ্ল্যাটে ছুটছ সম্মোহিত হয়ে!
সম্মান করা হচ্ছে না?
ছেলেরা কনডম ব্যবহার করবে তোমাকে দেখাইতে হবে! সম্মান না?

করোলা, টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ, ইয়োমাহা, পালসার প্রভৃতি বড়লোক/ তাদের ছেলেদের যস খ্যাতির অনুসঙ্গ।
বোন সেসব গাড়ী বিপণনে তোমাকে অর্ধনগ্ন করে তার পাশে দাঁড় (সম্মান করা) করিয়ে রাখা হচ্ছে! মানে একটার সাথে আরেকটা ফ্রি! তুমি সেসব গাড়ীওয়ালাদের দেখে পেছনে উঠে তাদের ফ্ল্যাটে চলে যাচ্ছ!

বোন তুমি শুধু নিঃশ্বাসের গন্ধে দূর থেকে কাছে এসে যাচ্ছ (ক্লোজ আপ কাছে আসার গল্প) আর বিলিয়ে দিচ্ছ!

বোন তোমার শরীরের আকর্ষনিয় স্পটগুলো দেখিয়ে নিচ্ছে কিন্তু ছেলেদের গলা অবদি ডেকে রাখছে, ছেলেদের আকর্ষনিয় স্পট কি নেই! এত ডাবল স্ট্যান্ডার্ড কেন?

বোন কখনো কি লক্ষ্য করেছ? কর্পোরেট অফিস গুলোতে রিশেপসনে সুন্দরী তরুনিদের কেন রিক্রুট করা হয়?
সম্মান করার জন্য!

তোমাদের যেভাবে সম্মান (ক্ষমতায়ন) করা হচ্ছে তার ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না! সব কিছুর মাঝে তোমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমরা কখন বুঝবে?

লেখক: শিক্ষক ও ব্লগার

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *