আকাশে শাওয়ালের চাঁদ আর আমাদের আঙ্গিনায় ৩২ টি চাঁদমুখ।
প্রথমবারের মত নিজস্ব অর্থায়নে ৩২টি শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে এ্যামবিশন পরিবার।
বিভিন্ন সংগঠন শহরের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে। তবে, গ্রামগঞ্জে এধরণের কার্যক্রম নেই বললেই চলে।
আমাদের এযাত্রা গ্রামের মাটির সাথে লেগে থাকা শিশুদের নিয়ে।
সকল সদস্যের আন্তরিক সহযোগিতা আমরা পেয়েছি। খুব বেশি আন্তরিকতা পেয়েছি শ্রদ্ধেয় অতিথিদের কাছ থেকেও। অতিথিদের মধ্যে ছিলেন, সহকারী জজ বেলাল উদ্দিন ভাই, ইউনিয়ন ব্যাংকের এভিপি রমিজ উদ্দিন সাহেব, রোটারিয়ান মুবিনুল হক, পুলিশের এসবি করিম ভুইয়্যাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।
আশা করছি, এমন আন্তরিকতা পেলে আমাদের এ যাত্রা পৌছে যাবে লক্ষ্যস্থলে।
(অফিশিয়াল পেজ থেকে)