বাঁশখালী পৌরসভার আদর্শ গ্রাম
সেতু না থাকায় ৩৫ বছর ধরে ভোগান্তিতে হাজারো মানুষ
নজরুল ইসলাম, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার এক কোণে সবুজে ঘেরা একটি শান্ত গ্রাম, পূর্ব জলদি আদর্শ গ্রাম। প্রকৃতির রূপ আর মানুষের প্রাণশক্তি মিলেমিশে যেন একখণ্ড স্বর্গ। কিন্তু সেই স্বর্গেই যেন দীর্ঘ ৩৫ বছর ধরে বিরাজ করছে কষ্ট আর অবহেলার এক গভীর নরক। টেকসই সেতুর অভাবে বছরের পর ভোগান্তিতে আছে গ্রামবাসী।
একটি মাত্র নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে তিন হাজারের অধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। যাতায়াতের একমাত্র উপায় ঝুঁকিপূর্ণ এই সাঁকোতে চলাচল করছে স্কুলগামী শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও রোগীরা। বর্ষা এলেই সাঁকো হয়ে ওঠে মরণফাঁদ। পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। শিশুরা স্কুলে যেতে ভয় পায়, আর রোগীদের হাসপাতালে নেওয়া যেন এক অনন্য যুদ্ধ।
স্থানীয়রা জানান, বারবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও আশ্বাসেই যেন তাদের দায়িত্ব শেষ! আজ অবধি মেলেনি স্থায়ী সমাধান। উন্নয়নের ছোঁয়াবঞ্চিত এই এলাকার ভুক্তভোগীদের একজন আক্ষেপ করে বলেন- আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করি, সরকারকে ট্যাক্স দিই। কিন্তু আমাদের দিকে কেউ ফিরে তাকায় না।’
সেতু না থাকার কারণে স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ করা যায়নি বলে জানান এলাকাবাসী।

শুক্রবার আদর্শ গ্রামের এই বেহাল পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ। এসময় তিনি গ্রামবাসীর কাছ থেকে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন আমি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো এবং যতদূর পারি বিষয়টি নিয়ে দাবি জানাবো।”