“ক্রিকেট ভদ্র লোকের খেলা” এই কথা খুবই প্রচলিত। আর কিছু কিছু অতি অসাধারণ মনের ভদ্র জন্য ক্রিকেট আরো মহিমানিত্ব হয়েছে। এই মানুষদের কারণেই সবাই ক্রিকেটকে সবাই সম্মানের চোখেই দেখে।

ক্রিকেট বিশ্বে এমন অনেক ভদ্র ক্রিকেটাররা আছেন যারা বিশ্বব্যাপী সম্মানিত। বলতে গেলে ক্রিকেটবিশ্বে এদের কোনো হেটার্স নেই।
এই সকল ক্রিকেটাররা তাদের ভদ্রতার জন্য বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ও সম্মানিত। ফেসবুকে একটি প্রতিষ্ঠান ক্রিকেটবিশ্বে সম্মানিত এমন ১০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন।
 ১। মাশরাফি বিন মর্তুজা
 ২। হাশিম আমলা
 ৩। শচিন টেন্ডুলকার
 ৪। কুমার সাঙ্গাকারা
 ৫। মহেলা জয়বর্ধানে
 ৬। শোয়েব মালিক
 ৭। এবি ডি ভিলিয়ার্স
 ৮। জ্যাক ক্যালিস
 ৯। ড্যারেন স্যামি
 ১০। শহীদ আফ্রিদি
