পড়াচোর
 সৈয়দ শরীফ
পড়তে গেলেই ভূত চাপে এই মাথায়,
 পারছি না তো লিখতে কিছু খাতায়।
 আলসেমিটা খুব বেড়েছে আমার,
 মাথাও যেন আলসেভূতের খামার !
মন ছুটে যায় ফেসবুকে বা নেটে,
 ভাবছি কী লাভ— বইখাতা সব ঘেঁটে !
 এরচে’ ভালো ব্রাউজ করি ফেসবুক— আর
 দেখবো নতুন কী করেছেন জুকার।
লাইক পড়েছে কয়টি, কমেন্ট কী কী—
 পোস্ট, ট্রল এবং ভাবনাগুলো লিখি।
 এই তো মজা ! স্টাডিতে তা নাই,
 ফেসবুকে মন যা চায়, তা সব জানাই।
 ইচ্ছে করে—স্টাডিহীন এক পৃথিবী বানাই।

