হাদির পাড়া সামাজিক উন্নয়ন পরিষদ চট্টগ্রামস্থ বাঁশখালী থানার অন্তর্গত গন্ডামারা হাদির পাড়ায় একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। ২০১৪ সালে যাত্রা শুরুর পর থেকে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র , শীতবস্ত্র বিতরণ, সর্বোপরি বিভিন্ন সেবামূলক, সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম প্রজেক্ট আকারে পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় এই এলাকার ২০১৭ সালের জেডিসি ও জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সাথে নিয়ে আগামী ২৫ অক্টোবর ২০১৭, বুধবার, সকাল ১০.০১ মিনিটে হাদির পাড়া সাইক্লোন শেল্টার মাঠ প্রাঙ্গণে হাদির পাড়া সামাজিক উন্নয়ন পরিষদের ৪র্থ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সংশ্লিষ্ট সবাইকে থাকার আহবান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি