বাঁশখালী টাইমস: গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে ১০ বছরের শিশু আহমদ জিন্নুরাইন আকিব। সে গত শুক্রবার বাসার পাশে বন্ধুর বাসায় যায়। সেখান হতে শনিবার ২৩ তারিখ বের হলেও আজ পর্যন্ত বাসায় ফিরেনি।
তার পরনে ছিল গোলাপী কালারের শার্ট, জলপাই কালারের পেন্ট।
বাকের আলি পকিরের টেক, দক্ষিন মধ্যম হালিশহর, ৩৮ নং ওয়ার্ড়, বন্দর, চট্টগ্রাম এলাকা থেকে সে নিখোঁজ হয়।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ছেলেটির সন্ধান পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
( ০১৮৩১৭৩৫৯৬৪)
তার পিতা মৌলভী আনছারুল হক স্থানীয় হাজী নূর কবির ওমর শাহ্ জামে মসজিদের ইমাম।
তার গ্রামের বাড়ি কদম রসুল খুইন্ন্যার পাড়া।