আনোয়ারাকে হারিয়ে বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর জয়

মোঃ এরশাদঃ আনোয়ারা কাফকো মাঠে বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমী বনাম আনোয়ারা ক্রিকেট একাডেমীর মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে ৪ উইকেটে জয়ী হয় বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আনোয়ারা ক্রিকেট একাডেমী। তারা ১৩.৩(৩০) ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেন। দলের হয়ে সাদ্দাম ২৫, নয়ন ১১, রকি ১০, আজিজ ১১ রান তোলে। এতে বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর হয়ে রুবেল ৫, শফিউল্লাহ ও এনাম ২ টি ও মাইনু ১টি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমী ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। দলের হয়ে কাইছার ২১, মালেক ৩১, সুমন ১২ ও ইফতি ১০ রান করেন। । আনোয়ারা ক্রিকেট একাডেমীর আরিফ ৩ টি ও মিজান ১ টি উইকেট পান।

উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর রুবেল। তার হাতে পুরস্কার তুলে দেন বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোঃ এরশাদ এবং আনোয়ারা ক্রিকেট একাডেমীর সহকারী কোচ নয়ন সরকার।

You May Also Like

One thought on “আনোয়ারাকে হারিয়ে বাঁশখালী ( Banshkhali ) ক্রিকেট একাডেমীর জয়

Leave a Reply to অবুজ বালক Cancel reply

Your email address will not be published. Required fields are marked *