আবার এমপি হলে মন্ত্রী হবেন মোস্তাফিজ!

শফকত চাটগামী: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাঁশখালীতে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ। নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে মাঠে নেমেছেন বাঁশখালীর তিন শীর্ষ নেতা। সেই সাথে নিজেদের অনুসারী নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ছে নির্বাচনী আমেজ ও উত্তেজনা।
আবদুল্লাহ কবির লিটন ও মুজিবুর রহমান সিআইপির পর এবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

“বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আগামীতে শুধু এমপি নয়, এবার এমপি নির্বাচিত হলে মন্ত্রী হিসেবে দেখতে পাবেন। মনোনয়ন নিয়ে অনেকে নানা কথা বলে বেড়ালেই নেত্রী শেষ পযর্ন্ত তৃণমুলের নেতা বাঁশখালী আওয়ামীলীগের অভিভাবক ও কান্ডারী মোস্তাফিজুর রহমান চৌধুরীকেই মনোনয়ন দেবেন।”
গত ২১ রমজান শনিবার বাঁশখালী আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলাওল ডিগ্রী কলেজ হলরুমের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব বক্তব্য রাখেন।
সভায় বলা হয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীই বাঁশখালী আওয়ামীলীগের কান্ডারী তিনিই গতবারের ন্যয় আগামীতেও মনোনয়ন পাবেন এতে সন্দেহ নেই।

বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দীন রবি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবদুল গফুর, চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান এ্যাডভোকেট শাহাদাত আলম, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান ইয়াছিন, চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল সিকদার, বাবু শ্যামল দাশ, নীল কন্ঠ দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, এমপি মোস্তাফিজুর রহমানের ক্যারিশমায় বাঁশখালীতে জামায়াত অধ্যুষিত শেখেরখীলসহ ১০ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান জয়ী হয়েছে। পৌরসভায় মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর আওয়ামীলীগ। এরা সবাই আবার মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুগত। সুতরাং এদের বাইরে গিয়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে বাদ দিয়ে অন্য কেউ মনোনয়ন পাবেন এটা কেউ বিশ্বাস করবেনা। অনুষ্ঠানে সকল বক্তাই বাঁশখালীতে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় সাড়ে ৩ বছরে যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি বলে মন্তব্য করে সবাইকে এমপি মোস্তাফিজুর রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সজাগ ও কাজ করে যাবার শপথ ব্যক্ত করেন।
ইফতার শেষে এমপি বাঁশখালীতে কর্মরত সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাংবাদিক অনুপম কুমার দে, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, সাংবাদিক উজ্জল বিশ্বাস, আবদুল মতলব কালু, শাহ মুহাম্মদ শফিউল্লাহ, আবদুল জাব্বার চৌধুরী, মিজান বিন তাদের, সৈকত আচার্য্য প্রমুখ।

You May Also Like

4 thoughts on “আবার এমপি হলে মন্ত্রী হবেন মোস্তাফিজ!

Leave a Reply to Shimul Nama Cancel reply

Your email address will not be published. Required fields are marked *