তৈলারদ্বীপ ব্রীজের টোলগ্রহণ কাল থেকে বন্ধ হচ্ছে তো!

বাঁশখালী টাইমস: আগামীকাল ২০ আগস্ট থেকে তৈলারদ্বীপ ব্রীজের টোলগ্রহণ বন্ধ হচ্ছে তো?

তৈলারদ্বীপ ব্রীজের টোল নিয়ে ক’দিন সংবাদ সম্মেলন করেছিলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেছিলেন, ব্রীজের টোল আগামী ২০ আগস্ট ২০১৭ থেকে বন্ধ হবে। আগামীকাল সেই ২০ আগস্ট। আগামীকাল থেকে টোলগ্রহণ বন্ধ হচ্ছে তো! যাত্রীরা টোলবন্ধে বেশি আগ্রহী না-হলেও ড্রাইভাররা উৎসুক হয়ে আছে মাহমুদুল ইসলাম চৌধুরীর আশ্বাসের প্রতিফলনের দিকে!

সেদিনের সংবাদ সম্মেলনেও বহু সিএনজি ড্রাইভার সাবেক এই মেয়রের সাথে ছিলেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মাহমুদুল ইসলাম চৌধুরী জুন থেকে টোলগ্রহণ বন্ধ হবে বলে ছিলেন। এরপরে আবার বলেছিলেন, জুলাই থেকে বন্ধ হবে। এরপরে সর্বশেষ ২০ থেকে টোলবন্ধ হবার কথা বলেন তিনি।

এখন দেখার পালা কাল থেকে আদৌ টোলগ্রহণ বন্ধ হচ্ছে কি না! নাকি আগের মতোই কথা হেরফের হতেই থাকবে!

You May Also Like

2 thoughts on “তৈলারদ্বীপ ব্রীজের টোলগ্রহণ কাল থেকে বন্ধ হচ্ছে তো!

Leave a Reply to BanshkhaliTimes.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *