বাঁশখালীতে বিদ্যুৎ নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ১৫ মে

শিব্বির আহমদ রানাঃ দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে নাকাল বাঁশখালীবাসী। মাত্রাতিরিক্ত ভোগান্তিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় গেল শবে বরাতের রাতেও বিদ্যুৎ না থাকায় মানুষের ক্ষোভ চরমে উঠে। এ বিষয়ে কর্তাব্যক্তিদের দায়সারা ভাব ও দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অভিযোগ ও প্রতিবাদ জানালেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাই অবিলম্বে বাঁশখালীতে সুষ্টু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও চলমান বিদ্যুৎ নৈরাজ্য বন্ধের দাবিতে বাঁশখালী সচেতন জনসাধারণের ব্যানারে আগামীকাল ১৫ মে সকাল ১০ টায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

You May Also Like

One thought on “বাঁশখালীতে বিদ্যুৎ নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ১৫ মে

Leave a Reply to Ayubul Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *