বাঁশখালীর কেউ চিনলে পরিচয় দিন

আমেরিকা (কুয়েন্স) প্রবাসী বাঁশখালীর এই ফটোর ভাইটিকে কেউ চিনলে দ্রুত যোগাযোগ করুন।…..

 

“সুজন, বাড়ি বাঁশখালী – চট্টগ্রাম। আমার দোকানের সামনে দিয়ে স্লো মোশনে হাঁটছিলো। মুখ হতে রক্ত ফোঁটা ফোঁটা পড়ছিলো। স্প্যানিশ ভেবে তাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার মুখে রক্ত কেনো? আমি কি তোমার কোন হেল্প করতে পারি? বললো না। দেখি এক মিনিট পরে আবার আসছে। পরে সন্দেহ হলে বাঙালী কিনা জিজ্ঞাসা করতেই দেখি চাপা কন্ঠে বলছে বাঙালী। কুয়েন্সে থাকে, সে বিপদে আছে। কেউ চিনতে পারলে যোগাযোগ করুন প্লিজ। বাকিটা পারসোনালি জানাবো।”

–    Abdur Rahman (আমেরিকা প্রবাসী)

You May Also Like

2 thoughts on “বাঁশখালীর কেউ চিনলে পরিচয় দিন

Leave a Reply to Nikhil Chandra Dhar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *