বাঁশখালী টাইমস: সুরেলা কন্ঠের অধিকারী, তরুণ কন্ঠশিল্পী মোহাম্মদ তারেকের রমজান উপলক্ষে গাওয়া গানের ভিডিও সম্প্রতি রিলিজ হয়েছে। নিরুপম সংগীত এজাডেমীর ব্যানারে শিল্পী শোয়াইব বিন হাবিবের নির্দেশনায় এর দৃষ্টিনন্দন শূটিং স্পট ছিল আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাস।
আমিন আফসারীর কথায় এতে সুর দিয়েছেন অনেক কোরাস গানে সুর ও নেতৃত্ব দেয়া শিল্পী মোহাম্মদ তারেক।
গানটির ইউটিউব লিংক https://m.youtube.com/watch?v=2Ds7JQp5nfg
উল্লেখ্য, শিল্পী তারেকের বাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে । তাঁর প্রথম একক এলবাম ‘মাটির ঘরে’। সে ইতোমধ্যে এলবাম ও স্টেজ শো’তে গেয়ে শ্রোতামহলের ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

					
					
					
কোন জাগায় বাড়ি