বাড়িতে আগুন, নিরাপত্তাহীনতার অভিযোগ বৈলছড়ীর চেয়ারম্যানের

বাঁশখালী টাইমস: বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীনের বাড়িতে গত রাত ১০ টার দিকে সাবেক মেয়র মাহমুদুল ইসলামের অনুসারীরা আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার জের ধরে রাতে বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করে রাখে চেয়ারম্যানের অনুসারীরা। প্রায় ২ ঘন্টা পর বাঁশখালী থানার ওসির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

এ প্রসঙ্গে চেয়ারম্যান কফিল উদ্দীন বাঁশখালী টাইমসকে বলেন- আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই পরিবার নিয়ে গত ২৩ তারিখ থেকে শহরে অবস্থান করছিলাম, আগুন লাগার খবরে বাড়ি ছুটে আসি। সাবেক মেয়রের অনুসারীরা এই হামলা করেছে।

নিরাপত্তাহীনতা প্রসঙ্গে তিনি বলেন- আমি এলাকার চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়েও প্রশাসনের সহায়তা পাচ্ছিনা। কয়েকদিন আগে আমার দুই কর্মী হামলার শিকার হয়েছে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

You May Also Like

One thought on “বাড়িতে আগুন, নিরাপত্তাহীনতার অভিযোগ বৈলছড়ীর চেয়ারম্যানের

Leave a Reply to Ram Dau Cancel reply

Your email address will not be published. Required fields are marked *